Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Project Name
শালুকপাড়া ব্রীজের গোড়া হতে রবিউল্লাহ মার্কেট পর্যন্ত ইটের কংক্রিট দ্বারা রাস্তার গর্ত ভরাট ও সংস্কার
Details

প্রকল্পটি শরীফপুর ইউনিয়নের দঃ তারুয়া গ্রামে অবস্থিত। দঃ তারুয়ার ভিতর দিয়ে চিলিকুট যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূণৃ রাস্তা এটি। এই রাস্তাটির আশে প্রায় ২৫০০ জন লোকের বসবাষ । রাস্তাটি  এতই খারাপ ছিল যে, যারা এ্রই রাস্তা দিয়ে চরাফেরা করত তারা প্রায়ই উক্ত এলাকার মেম্বার কে দোয়ারোপ করত এবং বলত এত কষ্ট করে ৮ নং ওয়ার্ডের মেম্বার ফরহাদকে বানাইলাম যে, রাসআতটি পুরোপুরি ঠিক করতে না পারে আংশিক তো ঠিক করতে পারে।এর কিছু দিন পর ই দঃ তারুয়া ওয়ার্ড সবা করা হলে এই রাস্তাটি সংস্কার জনগনের প্রাণের দাবি হযে ওঠে। তখন উক্ত রাস্তাটি স!স্কারের জন্য ৫০,০০০/-টাকা বরাদ্দের নিশ্চয়তা দেন ইউপি চেয়ারম্যান জনাব সাইফউদ্দিন চৌধুরী। ইউপি চেয়ারম্যান সাহেব বলেন খুব শীঘ্রই এটির কাজ ধরা হবে। তখন জনগনের মনে একটা শান্তির আভাস আসে। তারা উপস্থিত সবাই চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানান।

Start
31/05/2012
End
31/05/2012
Word
০৮
Project Type
lgsp
Amount
৫০,০০০/-
label.Details.title

প্রকল্পটি শরীফপুর ইউনিয়নের দঃ তারুয়া গ্রামে অবস্থিত। দঃ তারুয়ার ভিতর দিয়ে চিলিকুট যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূণৃ রাস্তা এটি। এই রাস্তাটির আশে প্রায় ২৫০০ জন লোকের বসবাষ । রাস্তাটি  এতই খারাপ ছিল যে, যারা এ্রই রাস্তা দিয়ে চরাফেরা করত তারা প্রায়ই উক্ত এলাকার মেম্বার কে দোয়ারোপ করত এবং বলত এত কষ্ট করে ৮ নং ওয়ার্ডের মেম্বার ফরহাদকে বানাইলাম যে, রাসআতটি পুরোপুরি ঠিক করতে না পারে আংশিক তো ঠিক করতে পারে।এর কিছু দিন পর ই দঃ তারুয়া ওয়ার্ড সবা করা হলে এই রাস্তাটি সংস্কার জনগনের প্রাণের দাবি হযে ওঠে। তখন উক্ত রাস্তাটি স!স্কারের জন্য ৫০,০০০/-টাকা বরাদ্দের নিশ্চয়তা দেন ইউপি চেয়ারম্যান জনাব সাইফউদ্দিন চৌধুরী। ইউপি চেয়ারম্যান সাহেব বলেন খুব শীঘ্রই এটির কাজ ধরা হবে। তখন জনগনের মনে একটা শান্তির আভাস আসে। তারা উপস্থিত সবাই চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানান।

Job description
উক্ত প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় ওয়ার্ড কমিটির নিকট চেয়ারম্যান সাহেব পর পর দুটি কিস্তিতে ৫০,০০০/- টাকা এল জি এস পি তহবিল-২০১২-২০১৩ হতে প্রদান করেন। এবং প্রায় ১৫ দিন যাবৎ শ্রমিকদের নিয়ে উক্ত কাজটি ওয়ার্ড কমিটি সমাপ্ত করেন। এত এলাকাবাসী যথেষ্ট উপকৃত হয়।এবং উক্ত ওয়ার্ড কমিটি ওস্কিম সুপারবিশন কমিটিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।জন গন খুশি হয়েছে জেনে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইফ উদ্দিন চৌধুরী ওয়ার্ড মেম্বারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং ভবিষ্যতে ও এইভাবে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।
Attachments