Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
শরীফপুর সরকারী জুনিয়র বিদ্যালয়ের ভবনের একাংশ নির্মাণ
বিস্তারিত

শরীফপুর জুনিয়র বিদ্যালয় উক্ত এলাকার একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয়। ইহাতে প্রায় ৬০০ জন ছাত্র -ছাত্রী রয়েছে। এখানে নবনির্মিত ভবনের একপাশের দেয়াল নিমার্ণে ইউনিয়ন পরিষদ এর এলজিএস পি-২ প্রকল্প হতে ৫০,০০০/- টাকা বরাদ্দ দেয়া হয়েছে। উক্ত টাকা শরীফপুর জুনিয়র বিদ্যালয়ের উন্নয়নের ব্যাপাক ভুমিকা পালন করেছে। এতে এলাকার জনগন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী খুবই উপকৃত হয়েছে। েএল, জি এস পি-২ প্রকল্পের কারনে এই উন্নয়ন সম্ভব হয়েছে।

প্রকল্প শুরু
31/05/2013
শেষের তারিখ
30/06/2013
ওয়ার্ড
০৩ (তিন)
প্রকল্পের ধরণ
এলজিএসপি
বরাদ্দের পরিমাণ (টাকায়)
৫০,০০০/-
label.Details.title

শরীফপুর জুনিয়র বিদ্যালয় উক্ত এলাকার একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয়। ইহাতে প্রায় ৬০০ জন ছাত্র -ছাত্রী রয়েছে। এখানে নবনির্মিত ভবনের একপাশের দেয়াল নিমার্ণে ইউনিয়ন পরিষদ এর এলজিএস পি-২ প্রকল্প হতে ৫০,০০০/- টাকা বরাদ্দ দেয়া হয়েছে। উক্ত টাকা শরীফপুর জুনিয়র বিদ্যালয়ের উন্নয়নের ব্যাপাক ভুমিকা পালন করেছে। এতে এলাকার জনগন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী খুবই উপকৃত হয়েছে। েএল, জি এস পি-২ প্রকল্পের কারনে এই উন্নয়ন সম্ভব হয়েছে।

কাজের বর্ননা
শরীফপুর জুনিয়র বিদ্যালয় অত্র ইউনিয়নের জন্য একটি আদর্শ বিদ্যাপিঠ। ইহাতে প্রায় ৬০০ ছাত্রচাত্রী পড়াশুনা করে। জুনিয়র বিদ্যালয় ঘোষণা হওয়ার পরপরই একটি ভবন/শ্রেণী কক্ষ নিমার্ণের প্রয়োজন পড়ে।উক্ত শ্রেণী কক্ষ নির্মাণ করতে প্রায় ২০০০০০/- টাকার প্রয়োজন হয়। উক্ত বিদ্যালয় নির্মিত ওয়ার্ডে ওয়ার্ড কমিটির সভাপতি জনাব মোহন মেম্বার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আস্বস্থ করেন যে আমাদের ইউনিয়ন পরিষদের এল জি এস পি-২ (২০১২-২০১৩) হতে ৫০,০০০/- টাকা আপনার বিদ্যালয়ের ভবনের একাংশ নির্মাণে প্রদান করা হবে। প্রধান শিক্ষক মহোদয় উনার প্রস্তাবে অত্যন্ত খুশি হন এবং উক্ত টাকা পর পর দুটি কিস্তিতে দেয়া হয় ফলে তিনি ওয়ার্ড কমিটিকে সাথে নিয়ে কাজে হাত দেন এবং এই ভাবে বিদ্যালয় টির ভবনের একাংশ নির্মিত হয়।
ডাউনলোড