Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নাম
খোলাপাড়া চক বাজার
বিস্তারিত

শরীফপুর ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ স্থান হল খোলাপাড়া চক-বাজার। আমাদের ইউনিয়ন পরিষদের সুদূরেই উক্ত বাজারটি অবস্থিত। প্রতিদিন সকাল সূর্য উদয় থেকে শুরু করে দুপুর বেলা পর্যন্ত আমাদের ইউনিয়নের মানুষ সহ পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষজন এই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয়  জিনিসপত্র কেনা-বেচা করে । তাছাড়া মুদি দোকানী সহ সকল প্রকার ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে। সন্ধায় এই বাজারটিকে দেখা যায় আরেক রুপে। চা-দোকানী সহ সকল খাবার দোকানীরা নানা ধরনের খাবার তৈরী করে ক্রেতাদের জন্য। অনেক মানুষের সমাগম হয় তখন। খোলাপাড়া চক-বাজার ছাড়াও আমাদের রয়েছে শরীফপুর শের আলী মার্কেট, চিলোকূট পাড়া ও ময়না ডোবা মার্কেট।শরীফপুর ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ স্থান হল খোলাপাড়া চক-বাজার। আমাদের ইউনিয়ন পরিষদের সুদূরেই উক্ত বাজারটি অবস্থিত। প্রতিদিন সকাল সূর্য উদয় থেকে শুরু করে দুপুর বেলা পর্যন্ত আমাদের ইউনিয়নের মানুষ সহ পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষজন এই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয়  জিনিসপত্র কেনা-বেচা করে । তাছাড়া মুদি দোকানী সহ সকল প্রকার ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে। সন্ধায় এই বাজারটিকে দেখা যায় আরেক রুপে। চা-দোকানী সহ সকল খাবার দোকানীরা নানা ধরনের খাবার তৈরী করে ক্রেতাদের জন্য। অনেক মানুষের সমাগম হয় তখন। খোলাপাড়া চক-বাজার ছাড়াও আমাদের রয়েছে শরীফপুর শের আলী মার্কেট, চিলোকূট পাড়া ও ময়না ডোবা মার্কেট।


ঠিকানা

খোলাপাড়া চক বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া


ইজারা মূল্য
-
পরিচালনাকারী কর্তৃপক্ষ
বাজার কমিটি
আয়তন
প্রায় ১.০০ কিঃমিঃ
চান্দিনা ভিটির সংখ্যা
১০৫ টি
তথ্য প্রদানকারী ব্যক্তি